বিএনপি জনকল্যাণমুখী দল জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে জিকে: গউছ:

- আপডেট সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাইঃ জাতীয়তাবাদী বিএনপি জনকল্যাণমুখী দল এবং জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে শীতবস্ত্র বিতরণ কালে বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ এ কথা বলেন। চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতা মোঃ কামরুল হাসান এর সার্বিক-ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির-বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন বিএনপি ও অংগ এবং সহযোগী সংগঠনের আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ইউনিয়ন বিএনপির নেতা হাজী মোঃ আক্কাস আলী এর সভাপতিত্বে ও সাবেক থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আয়াতুল ইসলাম এর সঞ্চালনায়- অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ শাহ আলম।
প্রধান অতিথি আলহাজ্ব জিকে গউছ কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাশেদুল হাসান।
আলোচনায় অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মশিউর রহমান সাচ্চু,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী মানিক,বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুক্তাদির তালুকদার, সাবেক শ্রমিক দলনেতা শাহ আলম তালুকদার, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহজাহান মোল্লা, বিএনপি নেতা ছানাউল তালুকদার, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সৌদি আরব বিএনপি নেতা মুজাহিদ রানা রাফু,বুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জিকে গউছ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। শত বাধাবিপত্তিকে অতিক্রম করে জনগণের পাশে আছি, সবসময়ই থাকব।সততাও নিষ্টার সাথে তিন তিন হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন করেছি কিন্তু কোন প্রকার অনিয়মদূর্নীতির কোন অভিযোগ উঠেনি।যতদিন বেঁচে আছি সততার সঙ্গে জনসেবা করে জনগণের পাশে থাকতে চাই।
আলোচনা শেষে ১৫০ জনপুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব জিকে গউছ সহ অতিথি বৃন্দ।