হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন : ডিএমপি কমিশনার!!!

- আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে। হরতালসহ যেকোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায়, তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।
এক প্রশ্ন জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। এ সময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।
নিষিদ্ধ বই মেলায় আসা ঠেকাতে কী ব্যবস্থা এবং আগামীতে কী ধরনের নিয়ম হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমন্বয় সভা করেছিলাম, আমরা বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, এমন ধরনের বই জন্য স্টলে না আসে। কোনো বইয়ে উসকানিমূলক কিছু আছে কিনা, তা যেন স্ক্রিন করার পর মেলার স্টলে তোলা হয়। আমরা আশা করি, তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে।’
নগরীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।’
ইবতেদায়ি শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আমার সহকর্মীদের বলেছি, টোটালি কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের ওপর লাঠিচার্জ করব না।’