ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo নদীকে তার মূল গতিপথে ফিরিয়ে না দিলে ভাঙ্গন রোধ সম্ভব নয় : ধরা Logo জালিয়াতির মাধ্যমে অন্যের পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার জেলা প্রশাসনের কর্মচারী! Logo শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল! Logo যে অভিশাপে ৮০ বছরের বেশি টেকে না ইহুদী রাষ্ট্র! Logo বাহুবলে বিএনপির অফিস ভাংচুর ৩৭ জনের নামে মামলা Logo ‘মরো অথবা পালাও’, ইসরাইলিদের যে কোনো একটি বেছে নিতে বললো ইরান Logo বাড়ির উঠানে গাঁজার গাছ! মালিক গ্রেফতার Logo বাহুবলে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ কারবারি আটক Logo শায়েস্তাগঞ্জে রঙ মিশ্রিত মাছ বিক্রি, দুই ব্যবসায়ীর ২১ কেজি মাছ জনসম্মুখে বিনষ্ট

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন : ডিএমপি কমিশনার!!!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
বিজয় নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক নিউজঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে। হরতালসহ যেকোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায়, তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।

ডিএমপি কমিশনার জানান, বইমেলায় ডিএমপির বাইরেও র‍্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারা দিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালে এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এক প্রশ্ন জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। এ সময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।

নিষিদ্ধ বই মেলায় আসা ঠেকাতে কী ব্যবস্থা এবং আগামীতে কী ধরনের নিয়ম হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমন্বয় সভা করেছিলাম, আমরা বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, এমন ধরনের বই জন্য স্টলে না আসে। কোনো বইয়ে উসকানিমূলক কিছু আছে কিনা, তা যেন স্ক্রিন করার পর মেলার স্টলে তোলা হয়। আমরা আশা করি, তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে।’

নগরীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।’

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, ‘এদেশের লোক আমরা। আমরা কারও গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি কোনোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।’

ইবতেদায়ি শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আমার সহকর্মীদের বলেছি, টোটালি কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের ওপর লাঠিচার্জ করব না।’

……………………….

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন : ডিএমপি কমিশনার!!!

আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ডেস্ক নিউজঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে। হরতালসহ যেকোনো নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায়, তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।

ডিএমপি কমিশনার জানান, বইমেলায় ডিএমপির বাইরেও র‍্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারা দিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালে এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এক প্রশ্ন জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। এ সময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।

নিষিদ্ধ বই মেলায় আসা ঠেকাতে কী ব্যবস্থা এবং আগামীতে কী ধরনের নিয়ম হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমন্বয় সভা করেছিলাম, আমরা বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, এমন ধরনের বই জন্য স্টলে না আসে। কোনো বইয়ে উসকানিমূলক কিছু আছে কিনা, তা যেন স্ক্রিন করার পর মেলার স্টলে তোলা হয়। আমরা আশা করি, তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে।’

নগরীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।’

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, ‘এদেশের লোক আমরা। আমরা কারও গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি কোনোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।’

ইবতেদায়ি শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আমার সহকর্মীদের বলেছি, টোটালি কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের ওপর লাঠিচার্জ করব না।’

……………………….