হবিগঞ্জে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার ২৫ জানুয়ারি রাত ৮ টার দিকে হবিগঞ্জ সুরবিতানে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। উক্ত প্রিমিয়ার অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির সাবেক এমডি দিলীপ কুমার বনিক। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সমাচারের সম্পাদক গোলাম মস্তোফা রফিক, বিশিষ্ট চিকিৎসক রোটারিয়ান ডাঃ জমির আলী, বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি,সাবেক কাউন্সিলর মমরাজ মিয়া , বিশিষ্ট সংগীত শিল্পী ও হবিগন্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, সুর বিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, শচীন্দ্র কলেজের প্রফেসার সৈয়দা তাহমিদা বেগম, সুর বিতানের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাবুল, চলচ্চিত্র পরিচালক মোক্তাদির ইবনে সালাম, জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বিশিষ্ট কবি বাদল কৃষ্ণ, বিশিষ্ট নাট্যকার সিদ্দিকী হারুন,সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ বিশিষ্ট কবি – গীতিকার অভিনেতা আব্দুল আহাদ রাজু সহ চলচ্চিত্রটি অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন ,উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চলচ্চিত্রটি প্রযোজক ও পরিচালক সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন,আলোচনা শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান চলচ্চিত্র নায়ক আরোশ, নায়িকা সাগরিকা, অন্জনা ও পুষ্প।
প্রিমিয়ার শো প্রর্দশনীর পর উপস্থিত সম্মানিত অতিথিবৃন্ধরা অভিব্যাক্ত করে চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।