সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
জানা যায়, সকালে বাড়ী থেকে বের শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে নুরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে টিটন মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনা খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, যান চলাচল স্বাভাবিক করেন। সদর হাসপাতাল কৃর্তপক্ষ গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য টিটন মিয়া-কে রেফার করেন ঢাকায়। পরে ঢাকা নেওয়ার পথে রাস্তায়ই টিটন মিয়া মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্তা নাথ। তিনি জানান গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে টিটন মারা গেছেন।