ছাত্রলীগের সাবেক নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল গ্রেফতার! একই মামলার আসামি তাজুল মহুরী এখনো ধরাছোঁয়ার বাহিরে!

- আপডেট সময় : ০৯:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা প্রতিনিধি॥ অগ্রণী ব্যাংক পিএলসি হবিগঞ্জ শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ্ জয়নাল আবেদীন রাসেল (৩৫) কে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সার্কিট হাউজ তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তবে একই মামলায় এজাহারভুক্ত আসামি সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তাজুল মহুরি রয়ে গেছে এখনো অধরা। রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে স্থানীয়দের অভিযোগ। সে রিচি গ্রামের জুনাব আলীর পুত্র। রাসেল সদর উপজেলার আউশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মঞ্জব আলীর পুত্র ।
জানা যায়, ২৫ ডিসেম্বর যুবদল কর্মী মেরাজের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন রাসেল ও তাজুল মহুরি। তারা মামলা দায়েরের পর থেকে বীরদর্পে অফিস করছে। এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আলমগীর কবির জানান, রাসেলকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাজুল মুহুরিকে ধরতে অভিযান অব্যাহত আছে।