সংবাদ শিরোনাম ::
আগামী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজঃ আগামী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ। ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ডাক দিয়েছে দলটি।
এছাড়া আরও বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি।
দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং ‘প্রহসনমূলক বিচার’ বন্ধেরও দাবি জানানো হয়।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সাড়ে ১৫ বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেক ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। শেখ হাসিনা ও শেখ রেহেনা পালিয়ে যাওয়ার পর দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক, আত্মগোপন অথবা কারাগারে রয়েছেন।
৫ আগস্টের পর বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোন কর্মকাণ্ড দেখা যায়নি। নেতৃত্বশূন্য আওয়ামী লীগ ৫ আগস্টের পর এই প্রথম এক গুচ্ছ কর্মসূচির ডাক দিল। তবে ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত ১০ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিলেও নামেনি কেউ।…